বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সেরা ১০ টি উপায়
বাংলাদেশে টাকা পাঠানোর সবচেয়ে দ্রুত মাধ্যম কোনটি
বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠানোর উপায় সম্পর্কে অনেকেই জানতে চান। আমাদের দেশের অনেকেই জীবিকার তাগিদে দেশের বাইরে পাড়ি জমান। দেশের বাইরে থেকে অনেকেই বাংলাদেশের পরিবারের কাছে টাকা পাঠাতে চান।
কিন্তু অনেকে জানেন না দেশের বাইরে থেকে বাংলাদেশে টাকা পাঠানোর উপায় সম্পর্কে।
বর্তমানে দেশের বাইরে থেকে বাংলাদেশে টাকা পাঠানো আগের তুলনায়
সহজ, দ্রুত এবং নিরাপদ। তাই আজকের পোস্টে আমরা জানার চেষ্টা করব বিদেশ
থেকে বাংলাদেশে টাকা পাঠানোর কিছু বিশ্বস্ত, দ্রুত এবং নিরাপদ উপায়
সম্পর্কে।
পেইজ সুচিপত্র: বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠানোর উপায় ২০২৫
বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠানোর উপায়
বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠানোর উপায় সম্পর্কে আপনারা অনেকেই জানেন
না। বর্তমান সময়ে বাংলাদেশ থেকে অনেক মানুষ দেশের বিভিন্ন প্রান্তে বসবাস
করেন। বিভিন্ন কারণে পরিবারের কাছে তাদের টাকা পাঠাতে হয়। কিন্তু
অনেকেই জানেন না যে, দেশের বাইরে থেকে কিভাবে বাংলাদেশে টাকা পাঠাতে হয়
সে উপায় সম্পর্কে।
তাই, আজকের পোস্টের মাধ্যমে আমরা আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব
দেশের বাইরে থেকে বাংলাদেশে টাকা পাঠানোর বিশ্বস্ত, দ্রুত, এবং
নিরাপদ কিছু উপায় সম্পর্কে। তাই আপনি যদি না জানেন কিভাবে বিদেশ থেকে
বাংলাদেশে টাকা পাঠাতে হয় তাহলে এই পোস্ট মনোযোগ সহকারে পড়তে থাকুন।
বর্তমান সময়ে দেশের বাইরে থেকে বাংলাদেশে টাকা পাঠানোর বেশ কিছু অপশন
রয়েছে। আপনারা মোবাইল ব্যাংকিং সিস্টেম ব্যবহার করে বাংলাদেশে টাকা
পাঠাতে পারবেন। এছাড়াও, আন্তর্জাতিক কিছু মাধ্যম ব্যবহার করে আপনারা
দেশের বাইরে থেকে বাংলাদেশে খুব সহজেই টাকা পাঠাতে পারবেন। তাহলে চলুন
টাকা পাঠানোর সেরা ১০ টি উপায় সম্পর্কে জেনে নেই।
বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সেরা ১০ টি উপায়
বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সেরা ১০ টি উপায় সম্পর্কে এখন
বিস্তারিত আলোচনা করা হবে। দেশের বাইরে থেকে টাকা পাঠানোর জন্য আপনারা
মোবাইল ব্যাংকিং সিস্টেম ব্যবহার করার পাশাপাশি আন্তর্জাতিক সেবা ব্যবহার করে
বাংলাদেশ অর্থ লেনদেন করতে পারবেন। নিচে বিস্তারিত আলোচনা করা
হলো:
বিকাশের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠানো:
বিকাশ বর্তমানে একটি জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সিস্টেম। এটি বর্তমানে
বাংলাদেশে খুবই জনপ্রিয়।বিকাশ বর্তমানে অত্যাধিক জনপ্রিয় হওয়ার কারণে এটি
দেশের বাইরেও টাকা পাঠানোর সুবিধা প্রদান করে থাকেন। বিকাশ বর্তমানে
লাইসেন্স প্রাপ্ত এবং তালিকাভুক্ত বিদেশী ব্যাংকদের সাথে চুক্তির মাধ্যমে
বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ টাকা পাঠানোর সুবিধা প্রদান করে
থাকে।
আপনারা বিকাশ ব্যবহার করার মাধ্যমে বিশ্বের বিভিন্ন স্থান থেকে বাংলাদেশে খুব
সহজেই টাকা পাঠাতে পারবেন। বর্তমান সময়ে বিকাশ মানি ট্রান্সফার
সহ কারেন্সি এক্সচেঞ্জ এর সুবিধা প্রদান করে থাকেন। বিকাশের মাধ্যমে বাংলাদেশ টাকা পাঠানোর উপায় সম্পর্কে জানতে এই
লিংকে ক্লিক করুন।
ওয়াইজ ব্যবহার করে বাংলাদেশে টাকা পাঠানো:
বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা ওয়াইজ ব্যবহার করার মাধ্যমে
বাংলাদেশ টাকা পাঠাতে পারবেন।ওয়াইজ বর্তমান বিশ্বে খুবই জনপ্রিয় একটি
মানি ট্রান্সফার কোম্পানি। ওয়াইজ কোম্পানিটি যুক্তরাজ্য ভিত্তিক
একটি টাকা লেনদেন কারি কোম্পানি হিসেবে বিবেচিত। বিশ্বের বিভিন্ন দেশ থেকে
বাংলাদেশ টাকা পাঠানোর জন্য জনপ্রিয় একটি পরিষেবা হচ্ছে এই ওয়াইজ ।
বর্তমান সময়ে এই ওয়াইজ কোম্পানিটি প্রায় 20 মিলিয়ন গ্রাহকদের
সেবা প্রদান করে থাকে। আপনারা যেকোনো ব্যাংক থেকে ওয়াইজ এর
মাধ্যমে সর্বনিম্ন হারে অর্থ লেনদেন করতে পারবেন। এ পরিষেবাটির
প্রথমে নাম ছিল ট্রান্সফারওয়াইজ। এবং পরবর্তীতে এটাকে ওয়াইজ নামকরণ
করা হয়। আপনারা এই ওয়াইজ ব্যবহার করে দেশের বিভিন্ন স্থান থেকে টাকা
পাঠাতে পারবেন।
এছাড়া আপনারা যদি ওয়াইজ ব্যবহার করে বাংলাদেশে টাকা পাঠান সেক্ষেত্রে
আপনাকে ২.৫% প্রণোদনা প্রদান করা হবে। ধরুন আপনি বিদেশ থেকে ১০,০০০
টাকা পাঠান তাহলে আপনাকে মোট ১০,২৫০ টাকা প্রদান করা হবে। আপনারা ইউরোপ,
আমেরিকা, ও আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে ওয়াইজ
ব্যবহার করে টাকা পাঠাইতে পারবেন।
আরো পড়ুন: প্রবাসীদের জন্য কোন ব্যাংক ভালো ২০২৫
আপনারা এই ওয়াইজ এর মাধ্যমে টাকা পাঠানোর জন্য ওয়াইজ অ্যাপ ব্যবহার
করে খুব সহজেই টাকা পাঠাইতে পারবেন। এই ওয়াইজ অ্যাকাউন্ট খুলার জন্য
আপনার পাসপোর্ট প্রয়োজন হবে। তাছাড়া আপনারা পাসপোর্ট সহ মোবাইল
নম্বর, জন্মতারিখ, ইমেল, ইত্যাদি ব্যক্তিগত তথ্য প্রদান করার
মাধ্যমে ওয়াইজ অ্যাকাউন্ট খুলতে পারবেন।
ওয়াইজ ব্যবহার করে বাংলাদেশে টাকা পাঠানোর ধাপ:
- ধাপ-১: wise.com বা Wise অ্যাপে গিয়ে অ্যাকাউন্ট খুলুন।
- ধাপ-২: আপনার ডেবিট/ক্রেডিট কার্ড বা ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করুন।
- ধাপ-৩: সেন্ড মানি অপশন থেকে (BDT) নির্বাচন করুন।
- ধাপ-৪: প্রাপকের নাম, ব্যাংক অ্যাকাউন্ট বা বিকাশ নম্বর দিন।
- ধাপ-৫: টাকার পরিমাণ উল্লেখ করুন।
- ধাপ-৬: সবকিছু সঠিক থাকলে সেন্ড বাঁটন এ ক্লিক করুন।
- ধাপ-৭: টাকা ট্রান্সফার সম্পন্ন হয়ে গেলে প্রাপক একটি নোটিফিকেশন বা টাকা পেয়ে যাবে।
ওয়েস্টার্ন ইউনিয়ন ব্যবহার করে টাকা পাঠানো
দেশের বাইরে থেকে টাকা পাঠানোর জন্য সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হচ্ছে এই
ওয়েস্টার্ন ইউনিয়ন। আপনারা এই ওয়েস্টার্ন ইউনিয়ন ব্যবহার করে কোনোরকম
সমস্যা ছাড়াই টাকা পাঠাতে পারবেন। আর এই ওয়েস্টার্ন ইউনিয়ন ব্যবহার করে টাকা
পাঠানোর প্রক্রিয়া অনেক সহজ এবং দ্রুত। আপনারা যদি এই ওয়েস্টার্ন ইউনিয়ন
ব্যবহার করে দেশে টাকা পাঠাইতে চান তাহলে আপনাকে
আপনি যে দেশ থেকে টাকা পাঠাইতে চান সেই দেশের মুদ্রাকে টাকায় রুপান্তর
করতে হবে। আপনারা এই ওয়েস্টার্ন ইউনিয়ন ব্যবহার করে বাংলাদেশের বিভিন্ন
ব্যাংক এ টাকা পাঠাতে পারবেন। আপনি যার কাছে টাকা পাঠাইবেন তিনি উপযুক্ত
তথ্য প্রদান করার মাধ্যমে নির্দিষ্ট স্থান থেকে টাকা তুলতে
পারবেন।
ওয়েস্টার্ন ইউনিয়ন ব্যবহার করে টাকা পাঠানোর ধাপ
- ধাপ-১: westernunion.com ওয়েবসাইট অথবা অ্যাপ এ প্রবেশ করুন।
- ধাপ-২: একটা অ্যাকাউন্ট খুলুন।
- ধাপ-৩: দেশের নাম বাংলাদেশ নির্বাচন করুন।
- ধাপ-৪: টাকার পরিমাণ এবং ডেলিভারি পদ্ধতি (Cash pickup / Bank deposit) নির্বাচন করুন।
- ধাপ-৫: প্রাপকের নাম, ঠিকানা মোবাইল নাম্বার প্রদান করুন।
- ধাপ-৬: কার্ড অথবা ব্যাংক থেকে টাকা প্রদান করুন।
- ধাপ-৭: MTCN নম্বর (Tracking নম্বর) প্রাপকের সাথে শেয়ার করুন
অফলাইন (এজেন্ট লোকেশনে গিয়ে) ওয়েস্টার্ন ইউনিয়ন ব্যবহার করে টাকা পাঠানোর ধাপ:
- ধাপ-১: নিকটস্থ ওয়েস্টার্ন ইউনিয়নের এজেন্ট অফিসে যান।
- ধাপ-২: Sender ফর্ম পূরণ করুন।
- ধাপ-৩: প্রাপকের নাম, ঠিকানা প্রদান করুন।
- ধাপ-৪: ক্যাশ/কার্ড দিয়ে টাকা দিন।
- ধাপ-৫: রসিদ এবং MTCN নম্বর পান
রেমিটলি ব্যবহার করে টাকা পাঠানো
রেমিটলি ব্যবহার করে টাকা পাঠানো অনেক সহজ এবং নিরাপদ। বর্তমান
সময়ে রেমিটলি একটা জনপ্রিয় মানি ট্রান্সফার সার্ভিস। আপনারা
এই রেমিটলি ব্যবহার করে খুব সহজেই দেশের বিভিন্ন স্থানে টাকা পাঠাইতে
পারবেন। এই রেমিটলির টাকা আদান প্রদানের খরচা অনেক কম হওয়ার কারণে
অনেকেই এই রেমিটলি ব্যবহার করে থাকেন।
রেমিটলি ব্যবহার করার মাধ্যমে আপনারা এক্সপ্রেস এবং ইকোনমি নামে দুইটি
পদ্ধতি ব্যবহার করে দেশে টাকা পাঠাতে পারবেন। আপনারা যদি এক্সপ্রেসের
মাধ্যম টাকা পাঠাতে চান সেক্ষেত্রে টাকা খুব দ্রুত পৌছায় এবং আপনারা
যদি ইকোনমি ব্যবহার করেন সেক্ষেত্রে কম ট্রান্সফার ফি প্রযোজ্য হবে।
উভয়ের ক্ষেত্রে খুব অল্প সময়ের মধ্যে টাকা পাঠাইতে পারেন
এই রেমিটলি।
বর্তমান এ বাংলাদেশের বিভিন্ন ব্যাংক রেমিটলির পার্টনার হিসাবে কাজ
করছে। সোনালী ব্যাংক, ইসলামী ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক এবং মিউচুয়াল
ট্রাস্ট ব্যাংক সহ আরো বেশ কিছু ব্যাংক রেমিটলির সাথে একসাথে কাজ করছে।
আপনারা যদি বিনামূল্যে রেমিটলি মানি ট্রান্সফার অ্যাকাউন্ট
তৈরি করতে চান সেক্ষেত্রে টাকা গ্রহীতার নাম এবং ঠিকানা এবং প্রয়োজনীয়
অর্থ প্রদানের তথ্য প্রদান করতে হয়।
রেমিটলি ব্যবহার করে টাকা পাঠানোর ধাপ:
- ধাপ-১: remitly.com বা Remitly অ্যাপে প্রবেশ করুন।
- ধাপ-২: নতুন অ্যাকাউন্ট খুলতে হবে এজন্য আপনার নাম, ইমেইল, পাসওয়ার্ড দিন।
- ধাপ-৩: আপনি যে দেশে আছেন সেই দেশ সিলেক্ট করুন
- ধাপ-৪: সেন্ড মানি র জায়গায় বাংলাদেশ সিলেক্ট করুন।
- ধাপ-৫: প্রাপকের নাম, ঠিকানা মোবাইল নাম্বার প্রদান করুন।
- ধাপ-৬: আপনার ডেবিট/ক্রেডিট কার্ড অথবা ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে পেমেন্ট সম্পন্ন করুন।
- ধাপ-৭: তারপর আপনাকে একটা Tracking Number দেওয়া হবে যেটা দিয়ে টাকা তুলতে পারবেন।
স্ক্রিল ব্যবহার করে টাকা পাঠানো
স্ক্রিল ব্যবহার করে টাকা পাঠানো অনেক সহজ এবং দ্রুত। বর্তমান সময়ে বাংলাদেশে
পেপাল না থাকার কারণে বাংলাদেশি ফ্রিলান্সার্রা এই স্ক্রিল ব্যবহার করে
থাকেন। স্ক্রিল ব্যবহার করে আপনারা অন্য যেকোন মানি ট্রান্সফার এর
তুলনায় অনেক বেশি পরিমাণ অর্থ লেনদেন করতে পারবেন। আর বর্তমান
সময়ে স্ক্রিল ব্যবহার করা একটা লাভজনক মাধ্যম হিসাবে বিবেচিত।
দেশের বাইরে থেকে আপনারা Skrill মোবাইল ওয়ালেট বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট
থেকে যেকোন জায়গায় টাকা পাঠাতে পারবেন। এই স্ক্রিল ব্যবহার করে
পাঠানো টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়। আর এই মাধ্যম
ব্যবহার করে টাকা লেনদেন এর ক্ষেত্রে কোন নিরাপত্তা সমস্যা হওয়ার কথা না।
কেনোনা এটা ইন্ডাস্ট্রি-লিডিং নিরাপদ পেমেন্ট সিস্টেম ব্যবহার করে তাদের
কার্যক্রম পরিচালনা করেন।
স্ক্রিল ব্যবহার করে টাকা পাঠানোর ধাপ:
- ধাপ-১:skrill ওয়েবসাইট এ প্রবেশ করে নতুন অ্যাকাউন্ট খুলুন।
- ধাপ-২: অ্যাকাউন্ট খুলা হয়ে গেলে সেখানে আপনি আপনার ডেবিট/ক্রেডিট কার্ড যোগ করুন।
- ধাপ-৩: টাকা পাঠানোর জন্য সেন্ড মানি অপশন এ ক্লিক করুন।
- ধাপ-৪: বাংলাদেশ নির্বাচন করুন।
- ধাপ-৫: প্রাপকের তথ্য দিন।
- ধা-৬: পেমেন্ট কনফার্ম করুন
মানিগ্রাম ব্যবহার করে টাকা পাঠানো
মানিগ্রাম ব্যবহার করে টাকা পাঠানোর প্রক্রিয়া অনেক সহজ এবং
নিরাপদ। মানিগ্রাম হচ্ছে একটা অতি পরিচিত মানি ট্রান্সফার
কোম্পানি। মানিগ্রাম ব্যবহার করে আপনারা আপনারা যেকোন দেশ থেকে বাংলাদেশ
এ টাকা পাঠাইতে পারবেন। বর্তমান সময়ে মানিগ্রাম এর প্রায় ৩ লাখের বেশি এজেন্ট
রয়েছে যারা এক দেশ থেকে অন্য দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে সাহায্য করে।
আপনি যদি মানিগ্রাম ব্যবহার করে বাংলাদেশে টাকা পাঠাতে চান তাহলে আপনাকে আইডি
এবং অর্থ নিয়ে মানিগ্রাম এজেন্ট এর কাছে যেতে হবে। আপনারা ব্যাংক অথবা
মোবাইল ওয়ালেটে মানিগ্রাম ব্যবহার করে টাকা লেনদেন করতে পারবেন।
আপনারা যদি ব্যাংকে মানিগ্রাম থেকে টাকা পাঠাইতে চান
সেক্ষেত্রে রিসিভার এর ব্যাংকের নাম ও একাউন্ট নাম্বার প্রয়োজন
হবে।
মানিগ্রাম ব্যবহার করে টাকা পাঠানোর ধাপ:
- ধাপ-১: নিকটস্থ MoneyGram এজেন্টে যান।
- ধাপ-২: আপনার নাম, টাকার পরিমান, আপনার মোবাইল নম্বর এবং পেমেন্ট কীভাবে করবেন না জানান।
- ধাপ-৩: প্রাপকের তথ্য যেমন : পূর্ণ নাম , ঠিকানা ও ফোন নম্বর প্রদান করুন।
- ধাপ-৪: টাকার পরিমাণ এবং চার্জ নির্ধারণ করুন।
- ধাপ-৫: রসিদ ও রেফারেন্স নম্বর (MTCN) নিন
জুম ব্যবহার করে টাকা পাঠানো
বাংলাদেশের একমাত্র ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফার সার্ভিস হচ্ছে এই জুম।
আপনারা জুম ব্যবহার করে দেশের বিভিন্ন স্থান থেকে বাংলাদেশ এ টাকা পাঠাতে
পারবেন। বর্তমান সময়ে সবচেয়ে নিরাপদ, সহজ, দ্রুত মানি ট্রান্সফার
হচ্ছে এই জুম। আপনারা সবচেয়ে কম সময়ে টাকা লেনদেন করতে চাইলে এই জুম ব্যবহার
করতে পারেন।
জুম ব্যবহার করার জন্য নিচের ধাপ গুলো অনুসরন করুন:
- Xoom.com বা Xoom অ্যাপে অ্যাকাউন্ট খুলুন
- ডেবিট/ক্রেডিট কার্ড বা ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করুন
- আপনি যার কাছে টাকা পাঠাবেন তার নাম, ঠিকানা ও ব্যাংক/মোবাইল একাউন্ট নম্বর প্রদান করুন।
- টাকার পরিমাণ উল্লেখ করুন এবং “Send” বাটনে ক্লিক করুন।
- টাকা সরাসরি প্রাপকের ব্যাংক বা বিকাশ অ্যাকাউন্ট নাম্বারে চলে যাবে।
এভাবে আপনারা জুম ব্যবহার করে খুব সহজেই বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন ।
বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠানোর নিয়ম কী?
বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠানোর নিয়ম কী সে সম্পর্কে আপনার অনেকেই জানেন
না। আপনারা যারা দেশের বাইরে থেকে বাংলাদেশে রেমিটেন্স পাঠাতে চান তারা
বৈধ উপায় অবলম্বন করে খুব সহজে ই বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন। দেশের
বাইরে থেকে বৈধভাবে বাংলাদেশে টাকা পাঠানোর সবচেয়ে নিরাপদ উপায় হচ্ছে ব্যাংক
ট্রান্সফারের মাধ্যমে।
আপনারা ব্যাংক ট্রান্সফার মাধ্যম ব্যবহার করে বিশ্বের যে কোন দেশ থেকে বাংলাদেশ
অর্থ পাঠাতে পারবেন। এজন্য আপনাকে যে কোন মানিয়ে এক্সচেঞ্জ ব্যাংকে গিয়ে
বাংলাদেশে টাকা পাঠানোর কথা বলতে হবে। এছাড়াও প্রয়োজন হবে প্রাপকের
নাম, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের নাম এবং শাখা
ইত্যাদি।
তাছাড়া আপনারা ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফার সার্ভিস ব্যবহার করার
মাধ্যমে বাংলাদেশ খুব সহজেই টাকা পাঠাতে পারবেন। ইন্টারন্যাশনাল মানি
ট্রান্সফার সার্ভিস যেমন ওয়েস্টার্ন ইউনিয়ন, মানিগ্রাম ইত্যাদি
সার্ভিস ব্যবহার করে বাংলাদেশের খুব সহজেই টাকা পাঠাতে পারবেন। এছাড়াও
অনলাইন মোবাইল ওয়ালেট এর মাধ্যমে টাকা পাঠাতে পারবেন।
কিভাবে বাংলাদেশে কাউকে টাকা পাঠাতে হয়?
কিভাবে বাংলাদেশে কাউকে টাকা পাঠাতে হয় সে সম্পর্কে হয়তো আপনারা
অনেকেই জানেন না।আপনারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে টাকা পাঠানোর
জন্য বিভিন্ন মাধ্যম ব্যবহার করে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন। নিচে
বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে টাকা পাঠানোর কিছু বিশ্বস্ত উপায়
সম্পর্কে আলোচনা করা হলো।
ব্যাংকের মাধ্যমে: আপনারা ব্যাংকের মাধ্যমে যেকোনো দেশ থেকে
বাংলাদেশে খুব সহজেই টাকা পাঠাতে পারবেন। টাকা পাঠানোর জন্য ব্যাংক টু
ব্যাংক মানি ট্রান্সফার করা হয়ে থাকে। ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে টাকা
পাঠানোর জন্য আপনার প্রয়োজন হবে ব্যাংক একাউন্ট নাম্বার, শাখা কোড এবং
প্রাপকের নাম।
মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস: আপনারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে
মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে খুব সহজেই দেশে টাকা পাঠাতে
পারবেন। টাকা পাঠানোর জন্য আপনারা বাংলাদেশের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস
যেমন বিকাশ, নগদ, রকেট ইত্যাদির মাধ্যমে টাকা পাঠাতে
পারবেন। আপনারা বিদেশ থেকে সরাসরি নগদ, বিকাশ নাম্বারে টাকা পাঠাতে
পারবেন।
আন্তর্জাতিক মানি ট্রান্সফার: দেশের বাইরে থেকে বাংলাদেশে টাকা
পাঠানোর জন্য সবচেয়ে সুবিধা জনক এবং নিরাপদ উপায় হচ্ছে আন্তর্জাতিক মানি
ট্রান্সফার সার্ভিস ব্যবহার করা। আপনারা আন্তর্জাতিক মানি ট্রান্সফার
সার্ভিস ব্যবহার করে বাংলাদেশে নিরাপদ ভাবে খুব সহজেই অর্থ লেনদেন করতে
পারবেন। এজন্য আপনারা ব্যবহার করতে পারেন
- ওয়েস্টার্ন ইউনিয়ন
- মানিগ্রাম
- রেমিটলি
- ওয়াইজ
- স্ক্রিল
টাকা পাঠানোর সময় করণীয়:
- টাকা পাঠানোর সময় আপনাকে অবশ্যই প্রাপকের নাম, ঠিকানা, অ্যাকাউন্ট নাম্বার সঠিকভাবে প্রদান করতে হবে।
- টাকা পাঠানোর পর রেফারেন্স নম্বর অথবা রশিদ নম্বর সংরক্ষণ করতে হবে।
- টাকা পাঠানোর জন্য অবশ্যই সরকারি অনুমোদিত চ্যানেল ব্যবহার করতে হবে।
বিদেশ থেকে টাকা পাঠানোর দ্রুততম মাধ্যম কোনটি
বিদেশ থেকে টাকা পাঠানোর জন্য সবচেয়ে দ্রুততম মাধ্যম হচ্ছে আন্তর্জাতিক মানি
ট্রান্সফার সার্ভিস ব্যবহার করা। আন্তর্জাতিক মানি ট্রান্সফার সার্ভিস এর
মধ্যে সবচেয়ে দ্রুততম টাকা পাঠানোর মাধ্যম হচ্ছে রেমিটলি। রেমিটলি
ব্যবহার করার মাধ্যমে আপনারা মাত্র পাঁচ মিনিট থেকে এক ঘন্টার ভিতরে দেশে টাকা
পাঠাতে পারবেন।
আপনারা রেমিটলি ব্যবহার করার মাধ্যমে সরাসরি বিকাশ নগদ নাম্বারে টাকা
পাঠাতে পারবেন। দ্বিতীয় নাম্বারে রয়েছে ওয়াইজ। ওয়াইজ ব্যবহার করে
আপনারা এক ঘন্টা থেকে এক দিনের ভেতরে বাংলাদেশে অর্থ পাঠাতে
পারবেন। কিন্তু এক্ষেত্রে আপনাকে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে হবে।তৃতীয়
নাম্বারে রয়েছে ওয়েস্টার্ন ইউনিয়ন।
আপনারা ওয়েস্টার্ন ইউনিয়ন ব্যবহার করার মাধ্যমে দশ মিনিট থেকে এক ঘন্টার
ভিতরে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন। এক্ষেত্রে ওয়েস্টার্ন ইউনিয়ন
ব্যবহার করলে আপনাকে অবশ্যই এজেন্ট লোকেশনে গিয়ে টাকা ক্যাশ আউট করতে
হবে। আশা করা যায়, আপনারা বুঝতে পেরেছেন যে দেশের বাইরে থেকে
বাংলাদেশে টাকা পাঠানোর দ্রুততম মাধ্যম কোনটি।
শেষ মন্তব্যঃ বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠানোর উপায়
প্রিয় পাঠক, আজকের পোস্টে আমরা আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করেছি
বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠানোর উপায় সম্পর্কে। আশা করা যায়, এই
পোস্ট আপনাদের উপকারে আসবে। যদি পোস্টটি ভাল লাগে তাহলে অবশ্যই একটি
কমেন্ট করুন। ধন্যবাদ।
ইউনিকমিস্ট্রির নীতিমালা মেনে কমেন্ট করুন আমরা আপনাদের পজিটিভ কমেন্টের জন্য অপেক্ষা করছি
comment url