পায়খানার রাস্তায় মাংস বৃদ্ধি হলে করণীয় সম্পর্কে জানুন
পায়খানার রাস্তায় মাংস বৃদ্ধির সমস্যার ক্ষেত্রে তুলসী পাতার উপকারিতা
পায়খানার রাস্তায় মাংস বৃদ্ধি হলে করণীয় কি সে সম্পর্কে আমরা অনেকেই বিস্তারিত জানি না।পায়খানার রাস্তায় মাংস বৃদ্ধি পেলে এটি একটি পীড়াদায়ক এবং মারাত্মক সমস্যা হিসেবে বিবেচিত।
তাই আপনারা যারা পাইলসের সমস্যা অথবা পায়খানার রাস্তায় মাংস বৃদ্ধি
পেয়েছে তারাই পোষ্টের মাধ্যমে জানতে পারবেন যে, মলদ্বারের সমস্যা দেখা দিলে
সেটি কিভাবে খুব সহজে নিরাময় করবেন। তাই বিস্তারিত জানার জন্য এই পোস্টটি
মনোযোগ সহকারে পড়তে থাকুন।
পেইজ সুচিপত্র: পায়খানার রাস্তায় মাংস বৃদ্ধি হলে করণীয়
পায়খানার রাস্তায় মাংস বৃদ্ধি হলে করণীয়
পায়খানার রাস্তায় মাংস বৃদ্ধি হলে করণীয় সম্পর্কে এখন আপনাদের সাথে
বিস্তারিত আলোচনা করা হবে। পায়খানার রাস্তার সমস্যা একটি মারাত্মক সমস্যা
হিসেবে বিবেচিত। যদি আপনার সমস্যাটি থেকে থাকে তাহলে আপনাকে জানতে
হবে যে কিভাবে খুব দ্রুত এই সমস্যাটি নিরাময় করতে হয়। যদি সমস্যাটির
জটিল থেকে আরো জটিল হতে থাকে সেক্ষেত্রে চিকিৎসার পরামর্শ গ্রহণ করা
জরুরী।
আমাদের দেশে অনেকেই রয়েছে যারা লোক লজ্জার ভয়ে অনেকেই এই কথা প্রকাশ করেন না।
পায়খানার রাস্তায় মাংস বৃদ্ধি পাওয়ার বিভিন্ন কারণ থাকতে
পারে। যেমন, পায়ুপথের যত্নের অভাব, অসচেতনতা সহ বিভিন্ন উপসর্গের
কারণে পায়খানার রাস্তায় মাংস বৃদ্ধি পেতে পারে। এছাড়াও, এটি হতে
পারে স্কিন ট্যাগ, হেমোরয়েডস অথবা অন্য কোন উপসর্গের লক্ষণ।
প্রথমে এটি গুরুতর হিসেবে দেখা না দিলেও এটি হালকা ব্যথা, চুলকানি অথবা
রক্তপাতের মত উপসর্গ দেখা দিতে পারে। তাই এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার
জন্য সঠিক পরিচর্যা এবং সঠিক চিকিৎসা জরুরী। সঠিক চিকিৎসার মাধ্যমে এই
সমস্যাটি নিরাময় করা সম্ভব। এজন্য অবশ্যই আপনাকে পরিষ্কার পরিচ্ছন্নতা
বজায় রাখতে হবে, এবং অন্য কোন সমস্যা থাকলে চিকিৎসা করতে হবে।
পায়খানার রাস্তায় মাংস বৃদ্ধি হলে করণীয়
পায়খানার রাস্তায় মাংস বৃদ্ধি হলে করণীয় সম্পর্কে আপনাদের প্রত্যেকেরই
ধারণা রাখা উচিত। তাই প্রথমে এ সমস্যাটি দেখা দিলে আতঙ্কিত না হয়ে কিছু
নিয়ম মেনে চললেই এ সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। নিচে আপনাদের সাথে
আলোচনা করা হলো পায়খানার রাস্তায় মাংস বৃদ্ধি হলে কি কিছু করণীয়
সম্পর্কে।
- রোগের লক্ষণ পর্যবেক্ষণ করুন: প্রথমে আপনাকে রোগের লক্ষণ নিয়ে ভালোভাবে পর্যালোচনা করতে হবে। আপনার মলদ্বারে ব্যথা, রক্তপাত, চুলকানি পরিস্থিতি কতটা গুরুতর সেটা প্রথমে আপনাকে খেয়াল করতে হবে এবং যদি মনে হয় যে অবস্থা গুরুতর সেক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে।
- পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন: এ সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে অবশ্যই আপনার শরীরে সকল অঙ্গ পরিষ্কার রাখতে হবে। বিশেষ করে আপনার পায়খানার রাস্তায় সবসময় ভালোভাবে পরিষ্কার করতে হবে। আপনি যদি আপনার পায়ুপথ কে অপরিষ্কার রাখেন সে ক্ষেত্রে এটি আরো খারাপের দিকে ধাবিত হবে। এজন্য, স্বাস্থ্যবিধি মেনে আপনার জায়গাটি পরিষ্কার করুন।
- অতিরিক্ত চাপ দেওয়া দেওয়া থেকে বিরত থাকুন: আপনার পায়খানার রাস্তায় যদি মাংস বৃদ্ধি পেয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যাতে আপনার কোনভাবেই কোষ্ঠকাঠিন্যের সমস্যা না হয়। কারণ, আপনার যদি কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে আপনাকে মলত্যাগ করার সময় অধিক চাপ প্রয়োগ করতে হবে। যার ফলে আপনার সমস্যাটি আরো গুরুতর হতে পারে। এজন্য আপনাকে সবসময় ডায়েট প্লান করতে হবে। এবং পুষ্টি ও সমৃদ্ধ খাবারের পাশাপাশি বেশি পরিমাণ পানি পান করতে হবে।
-
ঘরোয়াভাবে এ রোগ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করুন: পায়খানার
রাস্তায় মাংস বৃদ্ধি পেলে কিভাবে সেটি থেকে ঘরোয়া ভাবে মুক্তি পাওয়া
যায় সে চেষ্টা করতে হবে। এজন্য আপনাকে নিয়মিত শরীর চর্চার
পাশাপাশি পুষ্টিকর খাবার গ্রহণ, লাইফ স্টাইলের পরিবর্তন এবং সঠিক
নিয়ম মেনে জীবন যাপন করতে হবে।
-
চিকিৎসকের পরামর্শ গ্রহণ: আপনি যদি মনে করেন আপনার সমস্যাটি গুরুতর
এবং সেটি ধীরে ধীরে গুরুতর হচ্ছে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ডাক্তারের
পরামর্শ নিতে হবে। ডাক্তারের পরামর্শ গ্রহণ করে সুস্থভাবে জীবন যাপন করলে
এই সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাওয়া সম্ভব।
পায়খানার রাস্তায় মাংস বৃদ্ধির লক্ষণ
পায়খানার রাস্তায় মাংস বৃদ্ধির লক্ষণ সম্পর্কে আমাদের প্রত্যেকের ই জানা
খুবই গুরুত্বপূর্ণ।কেননা, আমাদের দেশে অনেক মানুষের এ সমস্যা দেখা
দেয়। এজন্য আমাদের প্রত্যেককে জানা উচিত যে পায়খানার রাস্তায় মাংস
বৃদ্ধির লক্ষণগুলো সম্পর্কে। তো চলুন তাহলে জেনে নেওয়া যাক, কি
কারনে পায়খানার রাস্তায় মাংস বৃদ্ধি পায় সে সম্পর্কে।
আরো পরুন: দেশি হাঁসের ডিমের উপকারিতা
পায়খানার রাস্তায় মাংস বৃদ্ধি পেলে সাধারণত কি কি লক্ষণ দেখা দিতে পারে সে
সম্পর্কে আমরা এখন বিস্তারিত আলোচনা করব।
- ফোলাভাব: আপনার মলদ্বারের আশেপাশে ফোলা ভাব সৃষ্টি হতে পারে। পায়ুপথে প্রচন্ড ব্যথা অনুভূত হতে পারে এবং পায়ুপথে নরম অথবা শক্ত মাংসপিণ্ড অনুভূত হতে পারে।
- চুলকানি অথবা জ্বালাপোড়া: আপনার মলদ্বারের আশেপাশে প্রচন্ড চুলকানি অথবা জ্বালাপোড়া অনুভূতি হতে পারে। আপনার পায়খানার রাস্তায় প্রচন্ড অস্বস্তি বোধ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
- প্রচন্ড ব্যথা অনুভূত হওয়া: পায়খানা করার সময় পায়খানার রাস্তায় প্রচন্ড ব্যথা অনুভূত হতে পারে। এবং মলদ্বারের আশেপাশে ফুলে ওঠা চুলকানি ইত্যাদি সমস্যা দেখা দেয়।
- রক্তপাত: এ সমস্যা দেখা দিলে পায়খানা করার সময় রক্তপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত চাপ প্রয়োগের ফলে চারপাশের ব্যথা এবং রক্তপাত আরো বৃদ্ধি পেতে পারে।
- পুজ অথবা তরল বের হতে পারে: এ রোগের সংক্রমণে সংক্রমিত হলে মলত্যাগ করার সময় পুঁজ অথবা তরল জাতীয় পদার্থ বের হতে পারে। যদি আপনার মলত্যাগ করার সময় পুঁজ বের হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত।
- ত্বকের রং পরিবর্তন: এ রোগ দেখা দিলে পায়ের মধ্যে চারপাশে রং পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে অথবা আক্রান্ত স্থান অমসৃণ হতে পারে।
পায়খানার রাস্তায় মাংস বৃদ্ধির সম্ভাব্য কারণ
পায়খানার রাস্তায় মাংস বৃদ্ধির সম্ভাব্য কারণ সম্পর্কে জানা আমাদের সবার
জন্য খুবই জরুরী এবং গুরুত্বপূর্ণ। কেননা, পায়খানার রাস্তায়
মাংস বৃদ্ধি পাওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে। এজন্য, ডাক্তার এবং
গবেষকরা এর কিছু কারণ অনুসন্ধান করেছেন। পায়খানার রাস্তায় মাংস বৃদ্ধি
পাওয়ার জন্য পরিচিত কিছু রোগ সম্পর্কে নিচে আলাপ-আলোচনা করা হলো:
- এনাল ক্যান্সার: কিছু ক্ষেত্রে পায়খানার রাস্তায় মাংস বৃদ্ধি পাওয়ার প্রধান কারণ হতে পারে এনাল ক্যান্সার। এই সমস্যা দেখা দিলে পায়খানার রাস্তায় মাংস বৃদ্ধি পেতে শুরু করে এবং এটি ধীরে ধীরে মারাত্মক আকার ধারণ করে। এই এনাল ক্যান্সার সাধারণত প্রকাশ পায় মলদ্বারের ফুলে ওঠা অথবা ক্ষত হয়ে থাকে। এভাবেই ক্যান্সারের মাধ্যমে পায়খানার রাস্তায় মাংস বৃদ্ধি পেতে শুরু করে।
- অ্যানাল পলিপ: যখন মলদার অথবা পায়খানার রাস্তার আশেপাশে টিস্যুগুলোর বৃদ্ধি স্বাভাবিকভাবে হতে পারে না তখন এই অ্যানাল পলিপ সমস্যা দেখা দিতে পারে। যদি এই সমস্যা দেখা দেয় তাহলে দ্রুত চিকিৎসার পরামর্শ গ্রহণ করা উচিত। এটি ধীরে ধীরে মারাত্মক সমস্যা দেখা দিতে পারে।
- ফিস্টুলা: ফিস্টুলা হচ্ছে এমন একটি রোগ যেটা দেখা দিলে পায়খানার আশেপাশে ফুলে ওঠে এবং তার ভিতর পুঁজ জমে যায়। যার ফলে পায়খানার রাস্তার আশেপাশে ফুলে ওঠে এবং তার ভেতর পুঁজ জমে যায়। ধীরে ধীরে এটি মারাত্মক রূপ ধারণ করে এবং পায়খানার রাস্তার আশেপাশে আরো বিভিন্ন সমস্যা সৃষ্টি করে।
- অ্যানাল ফিশার: পায়খানার আশেপাশে মাংস বৃদ্ধি পাওয়ার গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই অ্যানাল ফিশার।এ সমস্যাটি সাধারণত হয়ে থাকে কোন বড় ধরনের ইনজুরি অথবা মল যখন শক্ত হয়ে যায় তখন যদি জায়গাটি ভাজ হয়ে যায় সে ক্ষেত্রে পায়খানার রাস্তা ফুলে যায় এবং মাংস বৃদ্ধি হতে শুরু করে। এরকম উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত।
- হেমোরয়েডস (অর্শরোগ): হেমোরয়েডস এই রোগটি সবচেয়ে বেশি পরিচিত হচ্ছে পাইলস নামে। এ সমস্যা দেখা দিলে মলদ্বারের শিরা ফুলে যেতে শুরু করে এবং ফুলে যাওয়ার পর নিচের দিকে নামতে শুরু করে। এ পরিস্থিতি দেখা দিলে মলদ্বারের মাংস বৃদ্ধি পেতে শুরু করে এবং প্রচন্ড ব্যথা অনুভূত হয়। এটা হওয়ার কারণ হচ্ছে দীর্ঘ সময় বসে থাকা, কোষ্ঠকাঠিন্য, গর্ভাবস্থা ইত্যাদি।
- অ্যানাল স্কিন ট্যাগ: অ্যানাল স্কিন ট্যাগ এটি পায়খানার রাস্তায় মাংস বৃদ্ধি করার জন্য সবচেয়ে বেশি গুরুত্ব ভূমিকা পালন করে থাকে। এটি সাধারণত হয়ে থাকে পায়ুপথে অত্যাধিক ঘর্ষণ এবং দীর্ঘমেয়াদি প্রদাহের কারণে ।
কখন খুব দ্রুত ডাক্তারের কাছে যাওয়া উচিত
কখন খুব দ্রুত ডাক্তারের কাছে যাওয়া উচিত সে সম্পর্কে এখন আপনাদের সাথে
বিস্তারিত আলোচনা করব। যদি আপনি মনে করেন যে আপনার পায়খানার
রাস্তায় তীব্র ব্যাথা অনুভূত হচ্ছে, রক্তপাত অনেক বেশি হচ্ছে, অন্ত্রের
পরিবর্তন শুরু হলে, অথবা ওজন কমতে শুরু করলে। নিচে দেওয়া লক্ষণগুলো
প্রকাশ পেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত।
- তীব্র ব্যথা অনুভূত হলে।
- পায়খানার রাস্তা অত্যাধিক ফুলে গেলে।
- অতিরিক্ত রক্তপাত শুরু হলে।
- মলত্যাগ করার অভ্যাস হঠাৎ পরিবর্তন হলে।
- পিণ্ড দ্রুত বৃদ্ধি পেতে শুরু করলে।
- অনেক বেশি ক্লান্তি অনুভূত হলে।
- ওজন কমতে শুরু করলে।
আপনার যদি এসব উপসর্গ অথবা লক্ষণ দেখা দেয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মল ধারা
এবং কোলেস্টেরল সমস্যার জন্য একজন ভালো চিকিৎসকের শরণাপন্ন হওয়া
উচিত।
পায়খানার রাস্তায় ব্যথা কমানোর উপায়
পায়খানার রাস্তায় ব্যথা কমানোর উপায় সম্পর্কে এখন আমরা আলোচনা
করব। আপনারা যারা পায়খানার রাস্তায় মাংস বৃদ্ধি পাওয়ার কারণে প্রচন্ড
ব্যথা অনুভূত করেন তাদের জন্য এই পোস্ট। এখন আমরা আলোচনা করব কিভাবে
আপনারা ঘরোয়া পদ্ধতিতে পায়খানার রাস্তার ব্যাথা অথবা
ফলাভাব কমাতে পারবেন সে সম্পর্কে।
- পায়খানা করার পর গরম পানির সেক দেওয়া
- প্যারাসিটামল ঔষধ সেবন করা
- পায়খানার রাস্তায় পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা।
- মলত্যাগ করার সময় অতিরিক্ত চাপ প্রয়োগ না করা
পায়খানা করার পর গরম পানির সেক দেওয়া
পায়খানা করার পর গরম পানির সেক দেওয়ার মাধ্যমে আপনারা পায়খানার
রাস্তায় ব্যথা কমাতে পারবেন। এজন্য প্রথমে আপনাকে কিছু পানি গরম করে
নিতে হবে এবং সেটি একটি পাত্রে রেখে তার উপরে কিছুক্ষণ বসতে হবে। কুসুম
গরম পানির সেক দেয়ার মাধ্যমে আপনারা মলদ্বারের মাংসপেশিকে রিল্যাক্স করবে
এবং ব্যথা কমাতে সাহায্য করবে। এভাবে আপনারা দিনে দুই থেকে তিনবার কুসুম গরম
পানির সেক দিতে পারবেন। এই পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে অনেক
স্বস্তি অনুভূত হয়ে থাকে।
প্যারাসিটামল ঔষধ সেবন করা
পায়খানার রাস্তার মাংস বৃদ্ধি এবং ব্যথা অনুভূত হলে আপনারা প্যারাসিটামল খেতে
পারেন। প্যারাসিটামল ৫০০ মিলিমিটারের ট্যাবলেট আপনারা দিনে চার থেকে
পাঁচটি গ্রহণ করতে পারেন। এর ফলে আপনার এসব সমস্যা খুব দ্রুত সমাধান হয়ে
যাবে।
পায়খানার রাস্তায় পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা।
পায়খানার রাস্তায় পেট্রোলিয়াম জেলি ব্যবহার করার মাধ্যমে
আপনারা মলত্যাগ করার সময় কমাতে পারবেন এবং ব্যাথা অনুভূত কম
হবে। এজন্য পায়খানার রাস্তায় পেট্রোলিয়াম জাতীয় জেলী পদার্থ
অথবা অন্যান্য পিচ্ছিলকারি পদার্থ ব্যবহার করতে পারেন।
মলত্যাগ করার সময় অতিরিক্ত চাপ প্রয়োগ না করা
মলত্যাগ করার সময় অতিরিক্ত চাপ প্রয়োগ করা থেকে বিরত থাকা
উচিত। কেননা মলত্যাগ করার সময় অতিরিক্ত চাপ প্রয়োগ করলে জায়গাটি আরো
বেশি ক্ষতিগ্রস্ত হয়ে তীব্র ব্যথা অনুভূত হতে পারে।
লেখকের শেষ মন্তব্য: পায়খানার রাস্তায় মাংস বৃদ্ধি হলে করণীয়
প্রিয় পাঠক, আজকের পোস্টে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি
পায়খানার রাস্তায় মাংস বৃদ্ধি হলে করণীয় কি সে সম্পর্কে। আশা করা যায়
এই পোস্টটি আপনাদের উপকারে আসবে। যদি কোন সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদের
সঙ্গে যোগাযোগ করুন। ধন্যবাদ।
ইউনিকমিস্ট্রির নীতিমালা মেনে কমেন্ট করুন আমরা আপনাদের পজিটিভ কমেন্টের জন্য অপেক্ষা করছি
comment url