বিকাশে টাকা পাঠানোর নিয়ম এবং বিকাশ ব্যালেন্স কোড
৫ মিনিটে বিকাশ একাউন্ট খোলার নিয়ম ২০২৫
বিকাশে টাকা পাঠানোর নিয়ম ২০২৫ সম্পর্কে আপনারা অনেকেই হয়তো জানেন না। আপনারা বিকাশের মাধ্যমে একাধিক উপায় ব্যবহার করার মাধ্যমে আপনারা টাকা পাঠানো অথবা আপনার বিকাশ ব্যালেন্স ব্যবহার করতে পারবেন।
আজকের এই পোস্ট এর মাধ্যমে আমরা বিস্তারিত জানবো বিকাশে টাকা পাঠানোর সহজ নিয়ম এবং বিকাশে টাকা দেখার কোড সম্পর্কে। তাই আপনারা যারাবিকাশে টাকা দেখার কোড এবং কীভাবে বিকাশে টাকা পাঠাতে হয় না জানেন তাহলে এই পোস্ট এর মাধ্যমে জেনে নিতে পারবেন।
পেইজ সুচিপত্র: বিকাশে টাকা পাঠানোর নিয়ম ২০২৫ সম্পর্কে জানুন
বিকাশে টাকা পাঠানোর নিয়ম ২০২৫
বিকাশে টাকা পাঠানোর নিয়ম ২০২৫ সম্পর্কে আপনি জানেন কি? বিকাশ থেকে আপনারা খুব
সহজেই টাকা পাঠানো থেকে শুরু করে আপনার সকল যাবতীয় কাজ করতে পারবেন। আপনারা
বিকাশ ব্যবহার করে যেকোন পণ্য কিনতে পারবেন, আপনার বাসার বিদ্যুৎ বিল, গ্যাস
বিল, পানির বিল, এডুকেশন ফি, রাস্তার টোল সহ আরো বিভিন্ন বিল পরিশোধ করতে
পারবেন।
বিকাশে সেন্ড-মানি
বিকাশের মাধ্যম টাকা আদান- প্রদান করার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে সেন্ড-মানি।
আপনারা সেন্ড-মানি করার মাধ্যমে আপনার একাউন্ট এর টাকা অন্য বিকাশ একাউন্ট এ
ট্রান্সফার করতে পারবেন। এক্ষেত্রে আপনার টাকার পরিমানের উপর নির্ভর করে আপনার
থেকে ৫-১০ টাকা চার্জ কাটা হয়ে থাকে। বিকাশে টাকা পাঠানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ
মাধ্যম হচ্ছে এই সেন্ড-মানি।
বিকাশের মাধ্যমে এক একাউন্ট থেকে অন্য একাউন্ট এ টাকা পাঠানোর জন্য
সবাই এই সেন্ড-মানি আপশন ব্যবহার করে থাকেন। আপনার একাউন্ট থেকে অন্য
একটা বিকাশ একাউন্ট এ সেন্ড মানি করার মানে হচ্ছে আপনি আপনার একাউন্ট
থেকে আপনার বালেন্স অন্য বিকাশ একাউন্ট এর কাছে পাঠানো।
আপনারা খুব সহজ কিছু মাধ্যম ব্যবহার করার মাধ্যমে বিকাশে সেন্ড-মানি করতে
পারবেন। আপনারা বিকাশ অ্যাপ ব্যবহার করার মাধ্যমে বিকাশে সেন্ড-মানি করতে
পারবেন এবং বিকাশের কোড ডায়াল করার মাধ্যমে সেন্ড-মানি করতে পারবেন।
বিকাশে আপনারা *১৬৭# ব্যবহার করার মাধ্যমে খুব সহজেই সেন্ড-মানি করতে
পারবেন।
সেন্ড-মানি করার জন্য নাম্বার এর জায়গায় আপনি যে নাম্বারে সেন্ড-মানি করতে চান সেই নাম্বার দিয়ে তারপর আপনাকে Amount এর জায়গায় আপনি কত টাকা পাঠাইতে চান সেই টাকার পরিমাণ উল্লেখ করতে হবে এবং সবার শেষে আপনাকে আপনার বিকাশ এর পিন নাম্বার দিতে হবে।
বিকাশে ক্যাশ আউট
বিকাশের মাধ্যমে টাকা পাঠানোর জন্য আরেকটি সহজ উপায় হচ্ছে ক্যাশ আউট।
আপনারা খুব সহজেই ক্যাশ আউট করতে পারবেন এবং টাকা হাতে পেয়ে যাবেন।
এক্ষেত্রে আপনাকে অবশ্যই কোনো এজেন্ট এর নিকট টাকা ক্যাশ আউট করতে হবে।
এক্ষেত্রে ক্যাশ আউট করার জন্য আপনার হাজারে ২০ টাকা পর্যন্ত চার্জ কাটা
হয়।
আপনারা এই মাধ্যম ব্যবহার করে সরাসরি টাকা হাতে পেয়ে যাবেন। আপনাকে প্রথমে
আপনার আশে পাশের কোনো বিকাশ এজেন্ট এর দোকান খুঁজে বের করতে হবে এবং
আপনাকে যদি কোন ব্যক্তি বিকাশের মাধ্যম ব্যবহার করে টাকা পাঠায়
তাকে এজেন্ট এর নাম্বার দিতে হবে। এই মাধ্যম ব্যবহার করে আপনারা বিকাশে
টাকা বের করতে পারবেন।
বিকাশে টাকা দেখার কোড
বিকাশে টাকা দেখার কোড সম্পর্কে আমরা অনেকেই জানি না। আপনারা বিকাশে টাকা
দেখার জন্য বিকাশ অ্যাপ অথবা বিকাশের ডায়াল কোড ব্যবহার করে টাকা
দেখতে পারবেন। নিচে আপনাদের সাথে আলোচনা করা হবে, বিকাশ কোড ব্যবহার করে
বিকাশে টাকা দেখার নিয়ম, বিকাশ অ্যাপ ব্যবহার করে বিকাশে টাকা দেখার
নিয়ম সম্পর্কে।
বিকাশের কোড ব্যবহার করে টাকা দেখার নিয়ম
- ধাপ-১: আপনার ফোনে *২৪৭# ডায়াল করুন
- ধাপ-২: My Bkash অপশন এ প্রবেশ করতে হবে এজন্য ৯ চাপুন
- ধাপ-৩: এরপর আপনাকে “Check Balance” অপ্শন এ ক্লিক করতে হবে, এজন্য ১ চাপুন।
- ধাপ-৪: তারপর সেখানে আপনার বিকাশ পিন নাম্বার বসাতে হবে।
- ধাপ-৫: তারপর আপনি আপনার বালেন্স দেখতে পারবেন।
বিকাশ অ্যাপ ব্যবহার করার মাধ্যমে টাকা দেখার নিয়ম
- প্রথমে আপনার মোবাইলে বিকাশ অ্যাপ ইনস্টল করে নিতে হবে।
- তারপর আপনার বিকাশ অ্যাকাউন্ট লগ ইন করুন।
- আপনার অ্যাপ এর উপরে চেক বালেন্স অপ্শন এ ক্লিক করলে আপনি বালেন্স দেখতে পারবেন।
- এখানে আপনি আপনার লেনদেন এবং লেনদেনের বিবরণ দেখতে পারবেন।
বিকাশে টাকা পাঠানোর খরচ
বিকাশে টাকা পাঠানোর খরচ সম্পর্কে আমরা অনেকেই হয়তো জানি না। তাই আপনারা যারা
জানেন না যে, বিকাশে টাকা পাঠানোর খরচ কত তারা এই পোস্ট মনোযোগ সহকারে পড়তে
থাকুন। আপনি যদি বিকাশের মাধ্যমে কোন রকম চার্জ ছাড়া সেন্ড মানি করতে চান
তাহলে আপনাকে প্রথমে আপনি যে নাম্বারে সেন্ড মানি করতে চান সেই নাম্বার প্রিয়
নাম্বার এ সেট করতে হবে।
তারপর আপনি কোন রকম চার্জ ছাড়াই ২৫ হাজার টাকা পর্যন্ত কোনরকম চার্জ ছাড়াই
সেন্ড মানি করতে পারবেন। এছাড়া আপনি যদি আপনার প্রিয় নাম্বার এ ২৫-৫০ হাজার
টাকা পর্যন্ত সেন্ড মানি করতে চান সেক্ষেত্র ৫ টাকা চার্জ কাটা হবে। এছাড়া
আপনারা যদি প্রিয় নাম্বার করে এজেন্ট নাম্বারে টাকা কাশ ইন করেন সেক্ষেত্রে
আপনার চার্জ আসবে হাজারে ১৪ টাকা ৯০ পয়সা।
এছাড়া আপনি যদি বিকাশ অ্যাপ ব্যবহার করে টাকা ক্যাশ আউট করতে চান
সেক্ষেত্রে ১.৮৫% চার্জ প্রযোজ্য হবে। মানে আপনি যদি ১ হাজার
টাকা ক্যাশ আউট করেন সেক্ষেত্রে আপনার ১৮.৫ টাকা খরচ
হবে।
বিকাশে প্রিয় নাম্বার সেট করার নিয়ম
বিকাশে প্রিয় নাম্বার সেট করার নিয়ম সম্পর্কে জানা খুবই গুরুত্বপুর্ন। কেনোনা
আপনারা যদি না জানেন কিভাবে বিকাশে প্রিয় নাম্বার সেট করতে হয় তাহলে আপনি কম
খরচে টাকা কাশ আউট করতে পারবেন না এবং কোনরকম চার্জ ছাড়া সেন্ড মানি করতে
পারবেন না। এজন্য বিকাশে প্রিয় নাম্বার সেট করার নিয়ম সম্পর্কে জেনে
নিন।
বিকাশ অ্যাপ ব্যবহার করে প্রিয় নাম্বার সেট করার নিয়ম :
- বিকাশ অ্যাপ ইন্সটল করুন
- পিন নাম্বার দিয়ে লগ ইন করুন
- সেন্ড মানি অপ্শন এ ক্লিক করুন
- তারপর নিচে প্রিয় নাম্বার এর অপ্শন দেখতে পারবেন
- তারপর যোগ করুন অপ্শন এ ক্লিক করুন
- তারপর প্রিয় নাম্বার বসাতে হবে
- নাম্বার বসানো সম্পন্ন হয়ে গেলে পিন দিয়ে সাবমিট করুন
কোড ব্যবহার করে প্রিয় নাম্বার সেট করার নিয়ম :
- *২৪৭# ডায়াল করুন
- তারপর ৮ ডায়াল করুন
- তারপর প্রিয় নাম্বার অপ্শনে যাওয়ার জন্য ৪ এ ক্লিক করুন
- তারপর ১ লিখুন
- তারপর নাম্বার যোগ করুন
- তারপর নাম দিতে হবে
- তারপর বিকাশ পিন নাম্বার দিন
এভাবে আপনারা বিকাশ অ্যাপ ব্যবহার করে এবং USSD কোড ব্যবহার করে প্রিয়
নাম্বার সেট করতে পারবেন। আশা করি বুঝতে পেড়েছেন।
বিকাশের মাধ্যমে বিদেশ থেকে কত টাকা লেনদেন করা যায় ?
বিকাশের মাধ্যমে বিদেশ থেকে কত টাকা লেনদেন করা যায় ? আমরা অনেকেই জানি না।
বিদেশ থেকে বিকাশে সর্বোচ্চ ২৫০০০০ টাকা পাঠাইতে পারবেন তবে
এক্ষেত্রে ২.৫% টাকা কেটে নেওয়া হবে। তবে এক্ষেত্রে আপনি সর্বচ্চ
২ লাখ ৫০ হাজার টাকা পাঠাইতে পারবেন। এর বেশি টাকা পাঠাইলে তা রিসিভ করতে
পারবেন না শুধু রিচাজ করতে পারবেন।
বিকাশ থেকে ফ্রি টাকা পাঠানোর নিয়ম
বিকাশ থেকে ফ্রি টাকা পাঠানোর নিয়ম সম্পর্কে অনেকেই জানে না। তাই আজকে আমরা
জানবোঁ যে বিকাশ থেকে ফ্রি টাকা পাঠানোর নিয়ম সম্পর্কে। তো চলুন বিস্তারিত
জেনে নেওয়া যাক বিকাশ থেকে ফ্রি টাকা পাঠানোর নিয়ম সম্পর্কে। বিকাশ থেকে ফ্রী
টাকা পাঠানোর জন্য আপনাকে আপনি যে নাম্বা্রে টাকা পাঠাতে চান সেই নাম্বার
প্রিয় নাম্বার এ যোগ করতে হবে।
বিকাশে ক্যাশ আউট করার নিয়ম
বিকাশে ক্যাশ আউট করার নিয়ম অনেক সহজ। বিকাশে ক্যাশ আউট করার জন্য আপনাকে
*২৪৭# ডায়াল করতে হবে অথবা অ্যাপ এ প্রবেশ করতে হবে। অ্যাপ এ প্রবেশ করার পর
আপনি ক্যাশ আউট অপ্শন দেখতে পারবেন সেখানে ক্লিক করে এজেন্ট এর নাম্বার
দিয়ে টাকার পরিমাণ দিতে হবে এবং রেফারেন্স দিয়ে পিন নাম্বার দিলেই টাকা কাশ
আউট হয়ে যাবে।
এছাড়া আপনি যদি ডায়াল করার মাধ্যমে ক্যাশ আউট করতে চান সেক্ষেত্রে নিচের
ধাপ অনুসরণ করুন।
- ধাপ-১: *২৪৭# ডায়াল করুন
- ধাপ-২: ক্যাশ আউট করার জন্য ৫ নাম্বার ডায়াল করুন।
- ধাপ-৩: তারপর ১ নাম্বার সিলেক্ট করুন যদি এজেন্ট এর মাধ্যমে ক্যাশ আউট করতে চান। আর যদি এটি এম এর মাধ্যমে ক্যাশ আউট করতে চান সেক্ষেত্রে ২ নাম্বার ডায়াল করুন।
- ধাপ-৪: তারপর এজেন্ট এর নাম্বার বসান
- ধাপ-৫:টাকার পরিমাণ উল্লেখ করুন এবং রেফারেন্স বসান
- ধাপ-৬: তারপর বিকাশ পিন নাম্বার দিন
এভাবে আপনার অ্যাপ এবং USSD কোড ব্যবহার করে খুব সহজেই ক্যাশ আউট
করতে পারবেন। তবে দোকান থেকে ক্যাশ আউট করার সময় অবশ্যই বিকাশ এজেন্ট
রয়েছে সেই দোকান থেকে ক্যাশ আউট করবেন।
বিকাশে সেন্ড-মানি করার নিয়ম
বিকাশে সেন্ড-মানি করার নিয়ম অনেক সহজ। আপনারা খুব সহজেই বিকাশের
মাধ্যমে সেন্ড-মানি করতে পারবেন। বিকাশে সেন্ড মানি করার জন্য আপনার
অ্যাপ প্রয়োজন হবে অথবা আপনি বিকাশের কোড ব্যবহার করে খুব সহজেই সেন্ড মানি
করতে পারবেন। তো চলুন জেনে নেওয়া যাক বিকাশে সেন্ড-মানি করার নিয়ম
সম্পর্কে।
অ্যাপ ব্যবহার করে সেন্ড মানি করার নিয়ম
- ধাপ-১: বিকাশ অ্যাপ ইন্সটল করুন
- ধাপ-২: আপনার অ্যাকাউন্ট লগ-ইন করুন
- ধাপ-৩: সেন্ড- মানি অপশন এ ক্লিক করুন।
- ধাপ-৪: যে নাম্বার এ সেন্ড মানি করবেন সে নাম্বার বসান
- ধাপ-৫: টাকার পরিমাণ বসান
- ধাপ-৬: তারপর আপনার বিকাশ পিন নাম্বার বসালেই সেন্ড মানি সম্পন্ন হয়ে যাবে।
ফ্রী সেন্ড মানি করার জন্য আপনাকে অবশ্যই যে নাম্বারে টাকা সেন্ড মানি করতে চান
সেই নাম্বার প্রিয় নাম্বার এর তালিকায় যোগ করতে হবে।
কোড ব্যবহার করে সেন্ড মানি করার নিয়ম
- ধাপ-১: ডায়াল করুন *২৪৭#
- ধাপ-২: সেন্ড মানি করার জন্য ১ নাম্বার চাপুন।
- ধাপ-৩: তারপর যে নাম্বারে সেন্ড মানি করতে চান সে নাম্বার বসান।
- ধাপ-৪: টাকার পরিমাণ উল্লেখ করুন।
- ধাপ-৫: একটা রেফারেন্স দিতে হবে আপনি ১-২ বসাতে পারেন।
- ধাপ-৬: তারপর আপনার বিকাশের পিন নাম্বার দিয়ে সেন্ড এ মারলেই টাকা সেন্ড মানি হয়ে যাবে।
শেষ মন্তব্য :বিকাশে টাকা পাঠানোর নিয়ম ২০২৫
প্রিয় পাঠক আজকের পোস্ট এর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করেছি বিকাশে টাকা
পাঠানোর নিয়ম ২০২৫ সম্পর্কে এবং বিকাশে টাকা দেখার কোড সম্পর্কে। আশা করা যায়
এই পোস্ট আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করুন।
ধন্যবাদ।
ইউনিকমিস্ট্রির নীতিমালা মেনে কমেন্ট করুন আমরা আপনাদের পজিটিভ কমেন্টের জন্য অপেক্ষা করছি
comment url